Free High-Quality Video Calling App 2022 – এবার জিমেইলের মাধ্যমে হাইকোয়ালিটি ভিডিও কল করুন, একদম বিনামূল্যে । Gmail Video Call

 Free High-Quality Video Calling App 2022

Free High-Quality Video Calling App 2022 – এবার জিমেইলের মাধ্যমে হাইকোয়ালিটি ভিডিও কল করুন, একদম বিনামূল্যে।Gmail Video Call

মানুষের মনের ভাব প্রকাশ এখন ভার্চুয়াল মোডে চলে গিয়েছে (Free High-Quality Video Calling App 2022)। আর অতিমারির পর থেকে যে বিষয়টা সবথেকে বেশি করে প্রকট হয়েছিল। একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছিল ভিডিয়ো/অডিও কল। জ়ুম, গুগল মিট তো ছিলই। আর এবার জিমেল অ্যাপ থেকেই সরাসরি অডিও ও ভিডিয়ো কলিংয়ের (Free High-Quality Video Calling App 2022) ফিচার যোগ হল।

Free High-Quality Video Calling App 2022

আমাদের দৈনন্দিন জীবনে জিমেল যে কতটা দরকারি তা নিয়ে নতুন করে কিছু বলার নেই । অফিস, স্কুল, কলেজ, ব্যাবসা সর্বত্র স্তরের মানুষরাই এই জিমেল ব্যাবহার করে থাকেন তাদের বিভিন্ন দরকারি তথ্য আদান প্রদানের জন্য। কিন্তু তথ্য আদান প্রদানের সাথে অনেকসময় আমাদের তথ্য নিয়ে আলোচনার দরকার হয় যার জন্য করতে হয় কল কিংবা ভিডিও কল (Free High-Quality Video Calling App 2022)।

আর ভিডিও কলের জন্য লাগে গুগল মিট বা জুমের মতো অ্যাপ। কিন্তু গুগল জানিয়েছে এবার থেকে জিমেলেই হবে সব কাজের একত্রিত সমাধান। একদিকে যেমন তথ্য আদান প্রদান তার সাথে থাকবে এবার অডিও আর ভিডিও কলের ফিচার। হ্যাঁ, নভেম্বর মাস থেকেই এই কল বাটন জিমেলে অ্যাড হতে চলেছে। এই নতুন আপডেট নিয়ে খুব উচ্ছাসিত প্রত্যেকে। Gmail Video Call

জিমেল থেকে অডিও/ভিডিয়ো কল করার পদ্ধতি  

Free High-Quality Video Calling App 2022

১) প্রথমেই জিমেল অ্যাপের লেটেস্ট ভার্সনটি আপডেট করুন।
২) এরপর ‘চ্যাটস’ ট্যাবে ট্যাপ করুন।
৩) চ্যাটস সেকশনের ভিতরেই দেখতে পাবেন সমস্ত কথোপকথন তালিকাভুক্ত রয়েছে।
৪) উপরের কর্নারে এবার ফোন অথবা ভিডিয়ো আইকনে ট্যাপ করে যথাক্রমে অডিও বা ভিডিয়ো কল করতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url