New WhatsApp Features 2022 - WhatsApp এর নতুন ফিচার, না জানলে আপসোস করতে হবে।

 New WhatsApp Features 2022

New WhatsApp Features 2022- WhatsApp এর নতুন ফিচার, না জানলে আপসোস করতে হবে।

WhatsApp Features Update – জেনে নিন সঠিক পদ্ধতি।

তথ্য প্রযুক্তির উন্নতি ঘটার সাথে সাথে বিভিন্ন অ্যাপস ব্যবহারের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ (WhatsApp Features)। তা ব্যবহার করেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই পাঠানো যাচ্ছে মেসেজ কিংবা করা যাচ্ছে কলও। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দেশে ক্রমশ বাড়ছে। এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে রেকর্ড করা যাবে কলও।

সম্প্রতি কলিং এর সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। যা ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে দেশের বা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ ঘটানো সম্ভব হয়েছে (WhatsApp Features)। তবে হোয়াটসঅ্যাপে কল করার সাথে সাথে করা যাবে কল রেকর্ডিংও। যদিও Android মোবাইল এবং ios এর ক্ষেত্রেই পদ্ধতি ভিন্ন। তাহলে চলুন জেনে নেওয়া যাক।


Android মোবাইলে হোয়াটসঅ্যাপে কিভাবে কল রেকর্ড করা সম্ভব?

জেনে রাখা দরকার যে, সব Android মোবাইলে এই সুবিধা থাকে না। সেক্ষেত্রে মোবাইলে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে WhatsApp কল রেকর্ড করা যাবে (WhatsApp Features)। তারজন্য Google Play Store ওপেন করে Cube ACR ইনস্টল করতে হবে। এরপর সেই অ্যাপটি ওপেন করে ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রেখে WhatsApp ওপেন করে ভয়েস কল করতে হবে। দেখা যাবে Cube ACR অ্যাপটিতে নিজে থেকেই এই কল রেকর্ড শুরু হয়েছে। সেটি না হলে Cube ACR অ্যাপ ওপেন করে ‘Force VoIP call as a voice call’ অপশনে ক্লিক করতে হবে।

ias মোবাইলে হোয়াটসঅ্যাপে কিভাবে কল রেকর্ড করা সম্ভব?

এর জন্য একটি iPhone ও একটি Mac এর প্রয়োজন হবে। iPhone কেবেলের মাধ্যমে Mac -এর সঙ্গে কানেক্ট করে ‘Trust this computer’ অপশনে ক্লিক করতে হবে। এরপর Mac -এ CMD + Spacebar প্রেস করে Spotlight ওপেন করে ‘QuickTime Player’ সিলেক্ট করতে হবে।
ফাইল অপশনে ক্লিক করলে দেখা যাবে New Audio Recording. সেটি সিলেক্ট করতে হবে।
এরপর ‘iPhone’ অপশনটি সিলেক্ট করে ‘Record’ বাটনে ক্লিক করে, WhatsApp -এর মাধ্যমে কনট্যাক্টের যে কোন ব্যক্তিকে ভয়েস কল করা যাবে। (WhatsApp Features)

সেটি সম্পন্ন হলে ‘QuickTime’ -এ গিয়ে ‘Stop’ অপশনে ক্লিক করে
Mac -এ রেকর্ডিং ফাইল সেভ হবে (WhatsApp Features)। এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url