WBSSC – SSC 2022 - প্রার্থী নিয়োগে ১০ টি নয়া ব্যবস্থার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
WBSSC – SSC প্রার্থী নিয়োগে ১০ টি নয়া ব্যবস্থার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
WBSSC – কত শূন্যপদ থাকছে সে সম্পর্কে বিস্তারিত জানুন।
WBSSC – SSC প্রার্থী নিয়োগে ১০ টি নয়া ব্যবস্থার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। New Rules.
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে নিত্য নতুন তথ্য উঠে আসছে (WBSSC)। এসএসসি প্রাইমারি টেট নিয়োগে বেনিয়মের অভিযোগে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। তাছাড়াও উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়েও ক্ষোভ বাড়ছে চাকরি প্রার্থীদের। এরই মধ্যে নয়া ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কি সেই ঘোষণা?
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম-দ্বাদশ শ্রেণির জন্য দ্রুত নতুন শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী (WBSSC)। এ নিয়ে সোমবার বৈঠকও করা হয়। নতুন করে কতজন শিক্ষক নিয়োগ করা হবে সেই সম্পর্কে তথ্য জানা গিয়েছে। মোট কতজন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে?
ঘোষণায় বলা হয়েছে, নতুন করে ১৯,৩৬৯ জন শিক্ষক নিয়োগ করা হবে। আরও জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে নেওয়া হবে নয়া ব্যবস্থা। এই সম্পর্কিত বিধি আইন বিভাগে পাঠিয়ে নেওয়া হবে অনুমোদনও। (WBSSC)
সংবাদ মাধ্যম সূত্রে খবর, শিক্ষা দফতরের প্রধান সচিবের দেওয়া হলফনামা অনুসারে, উচ্চ মাধ্যমিকে মোট শূন্যপদ রয়েছে ৫,৫২৭টি। মাধ্যমিকে রয়েছে ১৩,৮৪২টি । সরকারি স্কুলে প্রধান শিক্ষকের জন্য ২,৩২৫টি। তবে প্রাথমিকে শূন্যপদের দিক থেকে রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী ৩ হাজার ৯৩৬ টি পদ থাকছে। (WBSSC)
কী কী বিষয় নয়া ব্যবস্থার মধ্যে থাকছে?
১) রাজ্য জয়েন্ট বোর্ডের মতো এসএসসিতেও পরীক্ষা হওয়ার পর প্রশ্নপত্রের মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে।
২) পরীক্ষার্থীদের মনে কোনও প্রশ্নের উত্তর নিয়ে সংশয় থাকলে, সেটা কমিশনে নির্দিষ্ট সময়ের (৭-১৫ দিন) মধ্যে জানাতে হবে।
৩) চাকরিপ্রার্থীদের উত্তর কমিশনের মডেল উত্তরের সঙ্গে না মিললে এসএসসি তা বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের কাছে পাঠাবে। তারা অবশ্যই অধ্যাপক সমতুল্য পদের হবেন। এরপর তাদের মতামত নিয়েই সংশোধিত অ্যানসার-কি আপলোড করা হবে। (WBSSC)
৪) এরপর বিশেষজ্ঞ কমিটির নির্ধারিত উত্তরই চূড়ান্ত হিসেবে মনোনীত করা হবে। এরপর আর করা যাবে না কোন চ্যালেঞ্জ।
৫) নয়া ব্যবস্থায় দু’টি ধাপে পরীক্ষার প্রস্তাব রয়েছে। প্রিলিমিনারি ও বিষয়ভিত্তিক, যার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে।
৬) পরীক্ষা হবে OMR শিটে। থাকবে mcq বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। (WBSSC)
৭) চাকরিপ্রার্থীরা OMR শিটের নন-কার্বন ডুপ্লিকেট কপি পাবেন একেবারে পরীক্ষার শেষে। বাড়িও নিয়ে যেতে পারবেন তারা।
৮) নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের অ্যাকাডেমিক স্কোর (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তরে) প্রাপ্ত নম্বরের সঙ্গে বিএড প্রশিক্ষণে নম্বর বরাদ্দ রাখা হত। তারপর ওপর সব মিলিয়ে ৩৫ নম্বর থাকত। কিন্তু বর্তমানে অ্যাকাডেমিক ক্ষেত্রে নম্বর বরাদ্দের বিষয়টি তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।
৯) এসএসসি-র নিয়োগের মধ্যে ইন্টারভিউ এর ক্ষেত্রে ১০ নম্বর বরাদ্দ থাকবে।
১০) প্যানেলে উল্লেখিত যোগ্য চাকরিপ্রার্থীদের স্কুল বাছাইয়ে কাউন্সেলিংয়ের সুযোগ দেওয়া হবে। (WBSSC)
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।