Girlchild Best Education Scheme 2022– কন্যা সন্তান জন্মালেই মিলবে ১১,০০০ টাকা। কিভাবে জেনে নিন।

Girlchild Best Education Scheme 2022

Girlchild Best Education Scheme 2022 – কন্যা সন্তান জন্মালেই মিলবে ১১,০০০ টাকা।

Girlchild Best Education Scheme 2022 – কন্যা সন্তানের অভিভাবক পাবেন বিশাল সুযোগ, বিশদে জেনে নিন।

এখনও অনেকেই আছেন যারা কন্যা বা পুত্র সন্তানের মধ্যে পার্থক্য বজায় রেখেছেন (Girlchild Best Education Scheme 2022)। কন্যাদের কাজের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে রেখেছেন। অথচ বর্তমানে শুধুমাত্র পুরুষরাই নয় নারীরাও সংসারের পাশাপাশি কর্মক্ষেত্রেও উন্নতিসাধন করছেন। ভবিষ্যতে তাদের দেখে আরো নারীরা অনুপ্রাণিত হবেন। কিন্তু কন্যা সন্তান জন্মালেই পাওয়া যাবে মোটা অঙ্কের টাকা। আজ এই প্রতিবেদনে সেই সম্পর্কে জানানো হবে।

বর্তমানে কন্যারা পড়াশোনা বা উচ্চশিক্ষা লাভ করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টায় বর্তমান। কিন্তু অনেকেই আছেন কন্যা সন্তানকে বোঝা বলে মনে করেন। তবে কন্যা সন্তান হলেই মা-বাবা বা অভিভাবকেরা পেয়ে যাবেন ১১,০০০ টাকা। কিভাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। (Girlchild Best Education Scheme 2022)

দেশের নানা জায়গায় এখনও অনেক নারীরা সমান সুযোগ সুবিধা পান না। এই পরিস্থিতিতে মেয়েরা যাতে সকলের সাথে এগিয়ে যেতে পারে সেই অধিকার নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার, কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি নারীকল্যাণমূলক প্রকল্প কার্যকরী করেছে। এমন একটি সংস্থা হল জেনেক্স। রিপোর্ট অনুসারে, এই সংস্থাটি বাল বিকাশ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে কন্যা সন্তান জন্মালেই ১১,০০০ টাকার ফিক্সড ডিপোজিট প্রদান করার কথা ঘোষণা করেছে। (Girlchild Best Education Scheme 2022)

Girlchild Best Education Scheme 2022 - আবেদন পদ্ধতি – 

ফিক্সড ডিপোজিট এর জন্য শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। আবেদনকারীকে প্রথমে জেনেক্সের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট-
 

https://www.genexchild.com/
 

এরপর হোম পেজ ওপেন হলে ‘Register’ অপশনটিতে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আবেদনপত্র দেখা যাবে। সেখানে সন্তানের তথ্যের সাথে মা-বাবা বা অভিভাবকের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর সদ্যোজাত কন্যা সন্তানের ছবি আপলোড করে ‘submit’ অপশনে করতে হবে। (Girlchild Education)

আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথিপত্র-

১) কন্যা সন্তানের মা-বাবার নাম। উভয়ের আধার কার্ড নম্বর।
২) কন্যা সন্তানের মা-বাবার এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
৩) কন্যা সন্তানের ছবি।
৪) কন্যা সন্তানের জন্মের শংসাপত্র।
৫) বৈধ ইমেইল আইডি।
৬) বৈধ মোবাইল নম্বর। (Girlchild Education)

উল্লেখ্য, এই ফিক্সড ডিপোজিটের সুবিধা নিতে হলে সন্তানের মা-বাবা বা অভিভাবককে কোন টাকা খরচ করতে হবে না। উল্টে ১৮ বছর বয়স হলে ওই সন্তান তাদের ফিক্সড ডিপোজিটের টাকা তুলে উচ্চশিক্ষা লাভ বা ব্যবসা বা বিয়ে বা নিজের ভবিষ্যত উন্নতি লাভের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। সবচেয়ে বড়ো কথা তারা স্বনির্ভর হতে পারবেন। (Girlchild Education)

এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Previous Post
No Comment
Add Comment
comment url