NSP Scholarship 2022 – সমস্ত পড়ুয়াকে এবার স্কলারশীপের আওতায় আনা হচ্ছে, আবেদন করলেই পাবেন পড়াশোনার সমস্ত খরচ।
NSP Scholarship 2022 – সমস্ত পড়ুয়াকে এবার স্কলারশীপের আওতায় আনা হচ্ছে, আবেদন করলেই পাবেন পড়াশোনার সমস্ত খরচ।
জেনে নিন NSP Scholarship 2022 স্কলারশিপে আবেদনের পদ্ধতি।
অভাবের সংসারে পড়াশোনা করার পাশাপাশি রোজগার করতে বাধ্য হন প্রায় অনেক পড়ুয়াই (NSP Scholarship 2022)। কিন্তু উচ্চশিক্ষা করার ইচ্ছে থাকে প্রবল। আর তার জোরেই পরীক্ষায় ভালো ফলও করে থাকেন তারা। তাই তাদের জন্য স্কলারশিপের সাহায্য প্রদান করা হয়ে থাকে সরকারি এবং বেসরকারি দিক থেকে।
ক্লাস 1 থেকে স্নাতক স্তর পর্যন্ত সকল মেধাবী পড়ুয়ারাই পেতে পারেন স্কলারশিপের সুযোগ (NSP Scholarship 2022)। আর তার মাধ্যমেই চালাতে পারা সম্ভব উচ্চশিক্ষা। কিন্তু কত টাকা পাওয়া যাবে? কিভাবে আবেদন করা যাবে? সেই সম্পর্কে জানতে হলে পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি।
স্কলারশিপের নাম– ন্যাশানাল স্কলারশিপ পোর্টাল বা NSP.
বৃত্তির অংক – বার্ষিক ৩,০০০ টাকা-২০,০০০ টাকা।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা– এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীদের ক্লাস 1 থেকে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাস/ কলেজ পাশ/ পি. এইচ ডি তে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। (NSP Scholarship 2022)
NSP Scholarship 2022 - অন্যান্য শর্ত –
১) আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
২) আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ২,৫০০০০ টাকার কম হতে হবে। (National Scholarship Portal NSP
Scholarship 2022)
NSP Scholarship 2022 - আবেদন পদ্ধতি - শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। প্রথমে আবেদন করার জন্য নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করতে হবে । আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো, সই ও ব্যাংকের পাস বই এর ছবি আপলোড করতে হবে। পাশাপাশি দিতে হবে অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র ও বৈধ ফোন নম্বর ও ইমেইল আইডি। সকল নিয়ম মেনে আবেদনপত্রটি পূরণ করা হয়ে গেলে ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখা যেতে পারে।
NSP Scholarship 2022 - আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র –
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- শেষ পরীক্ষার মার্কশীট।
- ইনকাম সার্টিফিকেট।
- ব্যাংকের পাস বই।
- ভর্তি রশিদ।
- দু কপি পাসপোর্ট সাইজের ফটো।
- স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
- জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
আরো বিশদে জানতে হলে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট এ ক্লিক করে জেনে নিতে পারেন। (NSP Scholarship 2022)
অফিশিয়াল ওয়েবসাইট- (Nation Scolarship Portal)
https://scholarships.gov.in/
শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।