Prepaid Plans of BSNL 2022 – দৈনিক ১ টাকারও কমে BSNL নিয়ে এসেছে আকর্ষণীয় প্ল্যান ব্যবহারের সুবিধা।
Prepaid Plans of BSNL 2022 – দৈনিক ১ টাকারও কমে BSNL নিয়ে এসেছে আকর্ষণীয় প্ল্যান ব্যবহারের সুবিধা।
Prepaid Plans of BSNL – জেনে নিন প্ল্যান সংক্রান্ত বিস্তারিত তথ্য।
বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা বহু দিনের জন্য নিয়ে এসেছিল প্রথম জিও (Prepaid Plans of BSNL)। সেই সময় গ্রাহক সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছিল অন্যান্য টেলিকম কোম্পানির। কিন্তু বর্তমানে একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, অন্যদিকে বেড়েছে রিচার্জ এর দাম। প্রত্যেকটি টেলিকম সংস্থাই বাড়িয়েছে মোবাইল রিচার্জ এর দাম। এই অবস্থায় স্বল্পমূল্যে বিরাট সুযোগ সুবিধা দিতে BSNL নিয়ে এসেছে আকর্ষণীয় রিচার্জ প্ল্যান।
BSNL এর স্বল্পমূল্যের রিচার্জ প্ল্যানগুলি যে শুধুমাত্র ইন্টারনেটের সুবিধা দেয় তা না (Prepaid Plans of BSNL)। বরং তার সাথে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং এসএমএস এর সুবিধাও। দৈনিক মাত্র ১ টাকারও কম টাকা খরচ করলে পাওয়া যাবে বিরাট সুযোগ সুবিধা। কি সেটি? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
BSNL এর ১৯৭ টাকার রিচার্জ প্ল্যান-
BSNL এর এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে দৈনিক ২ জিবি ডেটা। সাথে আনলিমিটেড কলিং সুবিধা এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২০০ দিন। (Prepaid Plans of BSNL)
Airtel-এর ১৭৯ টাকার রিচার্জ প্ল্যান-
প্ল্যানের মেয়াদ অনুযায়ী পাওয়া যাবে মাত্র ২জিবি ডেটা। সাথে আনলিমিটেড কলিং সুবিধা এবং মোট ৩০০ টি এসএমএসের সুবিধা। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২৮ দিন। (Prepaid Plans of BSNL)
Jio এর ১৯৯ টাকার প্ল্যান-
দৈনিক ১.৫ জিবি ডেটার সুবিধা মিলবে রিচার্জ প্ল্যানে। সাথে আনলিমিটেড কল এবং দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা। প্ল্যান ভ্যালিডিটি ২৩ দিন। এছাড়াও বিনামুল্যে পাওয়া যাবে জিও অ্যাপগুলি ব্যবহারের সুবিধা।
রিচার্জ সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।